ধুপগুড়ি, ৭ এপ্রিলঃ একের পর এক দূর্ঘটনার খবর উঠে আসছে ধুপগুড়ি শহর থেকে, সেইসাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। তাই পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবারে রাস্তায় নামলো ধুপগুড়ির স্কুলপড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা।
প্রসঙ্গত, বুধবারেও ধুপগুড়ি শহরে চারটি পথ দূর্ঘটনার খবর পাওয়া যায়, মৃত্যু হয় দুজনের, যার মধ্যে রয়েছেন একজন স্কুলশিক্ষক। শহরে যত্রতত্র পার্কিং থেকে শুরু করে গাড়ির বেপরোয়া গতি এসবকিছুকে দায়ী করা হচ্ছে পথ দুর্ঘটনাগুলির জন্য। অভিযোগ উঠছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধেও।
পথ নিরাপত্তার দাবীতে পুলিশ, প্রশাসনের হস্তক্ষেপ দাবী করে আজ মিছিল করে ধুপগুড়ি পৌরসভা ও থানায় যায় স্কুলপড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। ধূপগুড়ি থানার পুলিশ এবং পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
