রাজগঞ্জ, ৩ আগস্টঃ চিরাচরিত প্রথার বদল করে একটু অন্যরকমভাবে রাখিবন্ধন উৎসব পালন করল ফুলবাড়ির তৃণমূল মহিলা কংগ্রেস।হাতে রাখি পড়িয়ে নয়, এবছর রাখি দেওয়া হল খামের মধ্যে।
সোমবার ফুলবাড়ি মোড়ে রাখিবন্ধন উৎসব পালন করে ফুলবাড়ি-২ অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি।তৃণমূলের দলীয় প্রতীক সম্বলিত সাদা কাগজের খামে আগে থেকেই রাখি ভরে রাখা হয়েছিল।এদিন পথচলতি মানুষ, যানবাহনের চালক ও এলাকার দোকানদারদের হাতে রাখি ভরা খাম তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
তৃণমূল মহিলা কংগ্রেসের অঞ্চল সভানেত্রী নূরনেহার খাতুন বলেন, করোনা প্রকোপের জন্য এবছর হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা সম্ভব হচ্ছে না।তাই খামের মধ্যে রাখি ভরে সকলের হাতে তুলে দেওয়া হল।
উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের অঞ্চল সভানেত্রী নূরনেহার খাতুন, সহ-সভানেত্রী সিতিকা রায়, সম্পাদিকা কনিকা রায়, তৃণমূলের ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিক সহ স্থানীয় নেতৃত্বরা।