শিলিগুড়ি,২৪ জুলাইঃ লকডাউনে খাদ্যসংকটে ভুগছে শহরের পথ কুকুরগুলো।যদিও বর্তমানে বিভিন্ন পশুপ্রেমী ও স্বহৃদয় ব্যক্তি তাদের খাবার জোগান দিয়ে চলেছেন।তবে খিদের জ্বালায় অনেকেই আবার শহরের অলিতে গলিতে জায়গা নিয়েছে।আর তাতেই বিপত্তি।তাদের এমন আচরণ হয়তো পছন্দ হয়নি গেট বাজার নিবাসী এক নেশাগ্রস্থ যুবকের।অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে ধারালো অস্ত্র নিয়ে একটি পথ কুকুরের ওপরে আঘাত করে ওই যুবক।গুরুতর জখম অবস্থায় পথ কুকুরটি এলাকায় ছুটোছুটি করতে থাকে।বিষয়টি দেখতে পেয়ে আহত কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয় এক পশুপ্রেমী ও বাসিন্দারা।
অন্যদিকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই এনজেপি থানায় অভিযোগ জানিয়েছেন তারা।পশুপ্রেমী বিশ্বদীপ ভট্টাচার্য জানান,খিদের জ্বালায় বর্তমানে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে এই পথ কুকুরগুলি।হয়তো খাবারের প্রলোভন দেখিয়ে সামনে ডেকে কুকুরটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে ওই নেশাগ্রস্থ যুবক।তবে তার এমন কাজের জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।