নকশালবাড়ি,২৮ জুলাইঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করানো সহ নম্বর বৃদ্ধির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল নকশালবাড়ির নন্দ প্রসাদ গার্লস হাইস্কুলের ছাত্রীরা।
ছাত্রীরা জানায়, যখন উচ্চমাধ্যমিক পরীক্ষাই হল না তখন তাদের কিভাবে ফেল করানো হল।এছাড়াও বিদ্যালয়ের কিছু ছাত্রীদের যে নম্বর দেওয়া হয়েছে তা খুবই কম।তাই তাদের দাবি অনুত্তীর্ণ ছাত্রীদের পাশ করানোর পাশাপাশি নম্বর বৃদ্ধি করা হোক।
অন্যদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
