রাজগঞ্জ,২ ডিসেম্বরঃ জাতীয় সড়ক মেরামতের দাবিতে জটিয়াকালী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের।
দলীয় কর্মীরা জানান, রাজগঞ্জের জটিয়াকালী মোড় থেকে ফুলবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার নির্মীয়মান চার লেনের কাজ প্রায় এক বছর থেকে বন্ধ হয়ে আছে। রাস্তাটি এতটাই বেহাল হয়ে পড়েছে যে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মাঝেমধ্যেই দুর্ঘটনা হচ্ছে।
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিক বলেন, জটিয়াকালী মোড় থেকে আলিপুরদুয়ার পর্যন্ত চার লেনের মহাসড়ক নির্মাণের কাজ চলছে। কিন্তু ফুলবাড়ি থেকে জটিয়াকালী পর্যন্ত চার কিলোমিটার রাস্তার কাজ করা হচ্ছে না। দ্রুত কাজ সম্পন্ন করার দাবীতে এর আগেও পথ অবরোধ করা হয়েছে। একাধিকবার হাইওয়ে কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তাতে কোনো কাজ না হওয়ায় ফের পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা। অবিলম্বে কাজ শুরু করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।
যদিও এদিন প্রায় দুই ঘণ্টা অবরোধের পর হাইওয়ে কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয় সংগঠনের তরফে।