কালচিনি ইয়ুথ আ্যসোসিয়েশনের তরফে পঠন-পাঠনের সামগ্ৰী প্রদান

কালচিনি,১০ জানুয়ারিঃ কালচিনি ইয়ুথ আ্যসোসিয়েশনের পক্ষ থেকে বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারের পড়ুয়াদের পঠন-পাঠনের সামগ্ৰী প্রদান করা হল।


প্রসঙ্গত,গত তিন মাস ধরে বন্ধ রয়েছে বক্সা ডুয়ার্স টি কোম্পানির কালচিনি ও রায়মাটাং চা বাগান বন্ধ।যে কারণে সমস্যায় রয়েছে শ্রমিকরা।আজ কালচিনি ইয়ুথ আ্যসোসিয়েশনের সদস‍্যরা বন্ধ চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়ান এবং শ্রমিক সন্তানদের খাতা, কলম ইত‍্যাদি প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *