খড়িবাড়ি,৪ মেঃ পথশ্রী’র কাজে দুর্নীতির অভিযোগ। বোর্ডে লেখা রয়েছে এক রাস্তা।আদতে কাজ হচ্ছে অন্য রাস্তার।এমনই অভিযোগ তুললেন খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের খুনিয়াপুকুর এলাকার বাসিন্দারা।
শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের খুনিয়াপুকুর এলাকায় রাস্তা কাজ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা।জানা গিয়েছে, গোপাল টুডুর বাড়ি থেকে উল্লাজোত প্রধানমন্ত্রী সড়ক যোজনা পর্যন্ত রাস্তা সংস্কারের বোর্ড থাকলেও সেই রাস্তা খুনিয়া পুকুরের মিলনমোড় থেকে শুরু হয়েছে।আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা।
স্থানীয়দের অভিযোগ, ১.২ কিলোমিটার রাস্তা সংস্কারের বোর্ড থাকার পরও সেই রাস্তার কাজ অন্য জায়গায় হচ্ছে। বোর্ডে যে কাজ করার কথা রয়েছে, সেই রাস্তার কাজ হচ্ছে না। রাস্তা না হলে আগামীতে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন স্থানীয়রা।
অন্যদিকে এই বিষয়ে বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নান্টু মন্ডল জানান, লুঠের রাজ চলছে। রাস্তা চুরি হচ্ছে।বোর্ডে যা লেখা রয়েছে সেভাবে রাস্তার কাজ শুরু করতে হবে। গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ জানান, সাধারণ মানুষের কথা মেনে রাস্তার কাজ কিছু দূর এগিয়ে করা হচ্ছে। আমরা বিষয়টি দেখছি।