শিলিগুড়ি,২৯ জুনঃ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ‘পটল’।পুলিশের চোখে ফাঁকি দিয়ে নিমিষের মধ্যে পালিয়ে গিয়েছিল পটল।অবশেষে নদীতে ঝাঁপ দিয়ে তাকে ধরল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
প্রসঙ্গত, কয়েকদিন আগে বিধান মার্কেটের একটি দোকানে চুরির ঘটনা ঘটে।লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দেয় পটল ওরফে সঞ্জয় সিং।এরপর গত ২৬ তারিখ পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ চুরির অভিযোগে পটলকে গ্রেফতার করে। মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার পটলের মেডিক্যাল পরীক্ষা করার কথা ছিল। কিন্তু সেইসময় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় সে।তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ।তারই মাঝে ৩ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদী সংলগ্ন এলাকায় তাকে দেখতে পাওয়া যায়।যদিও পুলিশের দেখা পেয়েই নদীতে ঝাঁপ দেয় পটল।ওদিকে কয়েকজন পুলিশ কর্মীও তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দেন।নদী থেকে টেনে তোলা হয় পটলকে।বৃহস্পতিবার ফের পটলকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।