নিউজ ডেস্কঃ ১লা বৈশাখ দিনটি রাজ্যে পালিত হবে বাংলা দিবস হিসেবে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি হবে রাজ্যসঙ্গীত।বিধানসভায় পাস হল প্রস্তাব।
পশ্চিমবঙ্গ দিবস ও রাজ্য সঙ্গীত নিয়ে বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে প্রস্তাব আনে রাজ্য সরকার।রাজ্য বিধানসভায় ‘বাংলা দিবস’ পালনের প্রস্তাব পাস হয়ে যায়।বাংলা ক্যালেন্ডারে বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে ‘বাংলা দিবস’ পালনের প্রস্তাব পাস হল।
এর আগে রাজভবনে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়, এদিন বিধানসভায় এই দিনটিতেই পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি করে বিজেপি।যদিও ২০ জুন যাতে পশ্চিমবঙ্গ দিবস পালিত না হয় সেজন্য রাজ্যপালকে অনুরোধ করা হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী।
অন্যদিকে এই প্রস্তাবে যাতে রাজ্যপাল স্বাক্ষর না করেন সেই দাবি করা হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান। যদিও পাল্টা এদিন চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী বলেন, পয়লা বৈশাখেই বাংলা দিবস পালন হবে। এদিন বিধানসভায় ‘বাংলা দিবস’ পালনের প্রস্তাবের পক্ষে পড়ে ১৬৭টি ভোট।বিপক্ষে পড়ে ৬২টি ভোট।