শিলিগুড়ি, ১৬ এপ্রিলঃ পিপিই পড়ে হঠাৎ রাস্তায় কয়েকজন মহিলা।তা দেখেই প্রথমে অনেকে অবাক হয়ে গেলেন এবং শেষমেষ তাদের ধমক খেয়ে মাস্ক পরতেও বাধ্য হলেন।
গত কয়েকদিন ধরেই শিলিগুড়ি শহরজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।মানুষের মধ্য অসাবধানতাও দেখা যাচ্ছে।বহু মানুষকে দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই রাস্তায় চলাচল করছেন।যেকারণেই তাদের সাবধান করতেই পিপিই পড়ে রাস্তায় শহরের বেশ কয়েকজন মহিলা টোটো চালকেরা।
এদিন শহরের বেশকিছু জায়গায় পিপিই পড়ে রাস্তায় নামেন তারা।যাদের মাস্ক ছাড়া রাস্তায় দেখেন করোনা রুখতে তাদের মাস্ক পরার কথাও বলেন।শুধু তাই নয় আগামীকাল নির্বাচন।তাই নির্বাচনে যাতে সকলে মাস্ক পড়ে ভোট দিতে যায় সেই আবেদনও করেন।পাশাপাশি স্যানিটাইজার ব্যবহার করা সহ সকলেই যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে সেই আবেদনও করেন এই টোটো চালকেরা।