রাজগঞ্জ, ২৪ নভেম্বরঃ প্রাচীর তুলে বন্ধ করে দেওয়া হল মগরাডাঙ্গি শিশু শিক্ষা কেন্দ্রে(এসএসকে)ঢোকার রাস্তা।স্কুল খুললে শিশুরা কিভাবে শিশু শিক্ষা কেন্দ্রে যাবে এই ভেবে উদ্বিগ্ন অভিভাবকেরা।অভিযোগ,বিষয়টি এক মাস আগে বিডিও’র কাছে জানানোর পরও প্রশাসন কোনো হস্তক্ষেপ করে নি।
রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মগরাডাঙ্গি শিশু শিক্ষা কেন্দ্রটি ২০০০ সালে স্থাপিত হয়।পঞ্চায়েত সমিতির তরফে একটি স্কুল ঘরও তৈরি করে দেওয়া হয়েছে।ওই স্কুলটি ১০ নং সংসদের ভোট গ্রহণ কেন্দ্র।প্রায় ১৩০০ ভোটার সেখানে ভোট দেন।
ওই শিক্ষা কেন্দ্রের ইনচার্জ হাসি দেব বলেন, স্কুল বন্ধ থাকলেও প্রতি মাসে মিড ডে মিল দিতে হচ্ছে।এছাড়া স্কুল খুললে আমরা এবং শিশুরা কিভাবে স্কুলে আসবে তা ভেবে পাচ্ছিনা।বিষয়টি বিডিও এবং দপ্তরের কর্তৃপক্ষকে জানিয়েছি।
স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য তথা ওই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা দীপক মণ্ডল বলেন, ওই স্কুলে যাওয়ার জন্য প্রায় পাঁচ ফুট রাস্তা ছিল।জমি মাফিয়া ওই স্কুলের রাস্তা বন্ধ করে প্রাচীর তুলছে।এক মাস আগে বিষয়টি রাজগঞ্জের বিডিও কে লিখিতভাবে জানানো হয়েছে।তারপরও প্রাচীরের কাজ চলছে।
অন্যদিকে এই বিষয়ে রাজগঞ্জের বিডিও এন সি শেরপা বলেন, অভিযোগের ভিত্তিতে ডিএলএলআরও কে দিয়ে তদন্ত করে দেখা গিয়েছে ওখানে কোনো রাস্তা ছিল না।তবে পঞ্চায়েত সমিতির শিক্ষা স্থায়ী সমিতির বৈঠকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।