শিলিগুড়ি, ২১ জুনঃ গরীব মহিলাদের জন্য শুরু হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।বিনামূল্যেই এই সুবিধা প্রদান করা হয়।তবে শিলিগুড়িতে এই যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অবৈধভাবে নেওয়া হচ্ছে টাকা।এমনই ঘটনা সামনে এসেছে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের শিমূলবাড়ি এলাকায়।
অভিযোগ, এলাকার মহিলাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা পাইয়ে দিতে টাকা নেওয়া হচ্ছে।অনেকে গ্যাস সিলিন্ডার পাননি, কিন্তু ভর্তুকি পাচ্ছেন বলে অভিযোগ।বাসিন্দারা জানান, গ্যাস সিলিন্ডারের জন্য ৫০০ থেকে ১২০০ টাকা দিতে হয়েছে।যদিও বিনা মূল্যেই এই পরিষেবা পাবার কথা তাদের।
শিমূলবাড়ির বাসিন্দা এক মহিলা জানান, উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য প্রায় দেড় বছর আগে ফর্ম জমা করেছিলাম।এখনও অবধি গ্যাস সিলিন্ডার পাইনি।এদিকে গত ৩ মাস ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকছে।তার নামে গ্যাস সিলিন্ডার অন্য কাউকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
এই ঘটনার পরই প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার দেওয়ার নামে এভাবে প্রতারণার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ কি গ্রহণ করা হবে?