নকশালবাড়ি, ১৭ সেপ্টেম্বরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মজয়ন্তী পালন করল নকশালবাড়ি মন্ডল বিজেপি।
প্রধানমন্ত্রীর জন্মজয়ন্তী উপলক্ষে এদিন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত ও নকশালবাড়ি মাটিগাড়ার বিধায়ক আনন্দময় বর্মনের সহযোগিতায় নকশালবাড়ির ৬টি বাগানের করম পুজোর উদ্যোক্তাদের হাতে চাল সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনোরঞ্জন মন্ডল, জেলা সম্পাদক দীলিপ বাড়ুই সহ মন্ডল বিজেপির অন্যান্য নেতাকর্মীরা।
এই বিষয়ে দীলিপ বাড়ুই জানান, আদিবাসী সম্প্রদায়ের করম পুজো উপলক্ষে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হল।