শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ প্রয়াত হলেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির প্রাক্তণ সভাপতি তথা ফোসিনের চেয়ারম্যান প্রহ্লাদ চন্দ্র বণিক।
জানা গিয়েছে, গতকাল রাতে শিলিগুড়ির একটি নার্সিংহোমে প্রয়াত হয়েছেন তিনি।আজ তার মরদেহ সমিতির কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে শেষ শেদ্ধা জানান সমিতির সদস্যরা।
অন্যদিকে, প্রবীণ সদস্য প্রয়াত হওয়ার কারণে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজ বেলা ১২টা অবধি বিধান মার্কেট বন্ধ থাকে।১২টার পর গোটা মার্কেট খোলা হয়।
প্রহ্লাদ চন্দ্র বণিক ১৯৮৭ সালে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।বিধান মার্কেট তৈরি করা এবং পরিকল্পনার পেছনে তার বড় অবদান ছিল।পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তৈরির পেছনেও তার অবদান রয়েছে।স্টেডিয়াম তৈরীর সময় তার নেতৃত্বে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অর্থ তুলে দেওয়া হয়। সেইসময় তিনি দাবি করেছিলেন স্টেডিয়ামের প্রধান প্রবেশদ্বার এর নাম দিতে হবে ফোসিন গেট। তার এই দাবি মেনেই স্টেডিয়াম তৈরি হওয়ার পর প্রধান প্রবেশদ্বারের নাম রাখা হয় ফোসিনগেট।
এদিন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক দুঃখ প্রকাশ করে বলেন, প্রহ্লাদ চন্দ্র বণিক বিধান মার্কেটকে সুন্দর পরিকাঠামো দিয়েছেন।পাশাপাশি কমিটির মিটিং হোক বা কোন ব্যবসায়ীর সমস্যা এবং মার্কেটের উন্নয়ন সহ সমস্ত ক্ষেত্রেই তাকে আমরা পাশে পেতাম।