শিলিগুড়ি,২৭ মার্চঃ ইচ্ছেডানার তরফে শিলিগুড়ির সূর্যসেন পার্কে আয়োজিত হল ইচ্ছেরাঙা বসন্ত উৎসব। ২৮ মার্চ হোলি উৎসব, তার আগে প্রাক বসন্ত উৎসব পালন হল শনিবার।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বসন্ত উৎসব পালন করা হল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য। ইচ্ছেডানার তরফে সভাপতি ডঃ দেবাদিত্য চক্রবর্তী জানান,করোনা আবহে এবারে তাদের উৎসবে স্বাস্থ্যবিধির দিকে নজর দেওয়া হয়েছে। গোটা উত্তরবঙ্গ থেকে প্রায় ৩০০ জন শিল্পী এই উৎসবে উপস্থিত ছিলেন।সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লাইভ আর্টের আয়োজন করা হয়েছে।আজ সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে।যা চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত।