নকশালবাড়ি, ৬ জানুয়ারিঃ প্রাক্তণ সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি।১৬ ভরি সোনার অলঙ্কার, রুপোর অলঙ্কার সহ নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভারত-নেপাল সীমান্তের নকশালবাড়ির তারাবাড়ি গ্ৰামে।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে গবাদিপশুর জন্য খাবার তৈরি করছিলের প্রাক্তন সেনাকর্মী হোম বাহাদুর ছেত্রী।ঘরে ঘুমিয়ে ছিলেন সেনাকর্মীর স্ত্রী।সেই সুযোগে নিয়ে ঘরে ঢুকে আলমারি থেকে প্রায় ১৬ ভরি সোনার অলঙ্কার, হাফ কেজি রুপোর অলঙ্কার সহ ২ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোর।ঘরে ঢুকতেই চুরির ঘটনা নজরে আসে প্রাক্তণ সেনাকর্মীর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ।প্রাক্তন সেনাকর্মীর অভিযোগ, এলাকায় রেইকি করে চুরির ঘটনা ঘটিয়েছে চোর।প্রতিদিনের মত ভোরে ঘুম থেকে উঠে বাড়ির কাজে ব্যস্ত ছিলাম।পরে ঘরে ঢুকলে আলমারি তছনছ দেখে হতবাক হয়ে পড়ি।দ্রুত চোরকে গ্রেফতারের দাবী জানিয়েছেন তিনি।
নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সজনী সুব্বা জানান, এলাকায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছে। এলাকায় পুলিশি টহলদারির দাবি জানান তিনি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
