প্রমোদ নগর ছট পূজা কমিটির তরফে ছট পূজার সামগ্রী বিতরণ

শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ প্রমোদ নগর ছট পূজা কমিটির তরফে এক হাজার মহিলাকে ছট পূজার সামগ্রী প্রদান করা হল।


জানা গিয়েছে, গত ১৫ বছর ধরে প্রমোদ নগর ছট পূজা কমিটি ছট ব্রতীদের পুজোর সামগ্রী বিতরণ করে আসছে।এবছরও এক হাজার ভক্তকে পূজার সামগ্রী প্রদান করা হল।এদিন প্রত্যেককে ১১ কিলো গম, ২ কিলো চিনি, দুটো করে নারকেল ও শাড়ি বিতরণ করা হয়।

পূজা কমিটির তরফে জানা গিয়েছে, এবছর করোনা ও লকডাউনের জেরে বহু পরিবার আর্থিক সমস্যায় পড়েছেন।সেইসকল পরিবারগুলির পুজো করতে যাতে কোনোরকম অসুবিধা না হয় এই কারণেই পূজা কমিটির এই উদ্যোগ।  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *