শিলিগুড়ি,২১ আগস্টঃ ‘করোনা আবহে সারা পৃথিবীজুড়েই অর্থের অভাব রয়েছে,তবে কাজ করার সদিচ্ছা থাকলে কাজ করা যায়।শিলিগুড়ি শহরকে সুন্দর-পরিচ্ছন্ন প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছি’।শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
শনিবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীতে দায়িত্বপ্রাপ্ত নতুন সদস্যদের সংবর্ধনা জানানো হয়।এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, প্রশাসক মণ্ডলীর সদস্যদের সঙ্গে নিয়ে আগামীদিনে শিলিগুড়ি শহরের উন্নয়নে কাজ করব।যারা নতুন দায়িত্ব পেলেন তার পুরনিগমে অনেকদিন ধরেই কাজ করে আসছেন।তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিলিগুড়িবাসীর উন্নয়ন করব।করোনা আবহে অর্থের অভাব ঠিকই রয়েছে তবে সদিচ্ছা থাকলে কাজ করা যায়।
অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, সংকীর্ণ রাজনীতি করে শিলিগুড়ির মানুষের কোনও উন্নয়ন হবে না।শুধু প্রতিশ্রুতির ফানুস ওড়ানো ছাড়া এই প্রশাসক মণ্ডলী আজ পর্যন্ত কোনও সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারেনি।সর্বত্র ব্যর্থ তারা।