শিলিগুড়ি,১১ জুনঃ আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন।শনিবার ফাঁসিদেওয়ার বিভিন্ন বুথগুলিতে প্রার্থীদের নিয়ে প্রচার সারলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত।তার সঙ্গে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ,নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ,ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ অন্যান্যরা।
এদিন ফাঁসিদেওয়ার থেকে শুরু করে বন্দরগাও এলাকায় প্রার্থীদের নিয়ে প্রচার করেন রাজু বিস্ত। প্রার্থীদের নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন তিনি। মহকুমা পরিষদের নির্বাচনে বিজেপি বোর্ড গঠন হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প মানুষের কাছে পৌঁছে যাবে বলে জানান সাংসদ।
