শিলিগুড়ি,২ জুনঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের তৃণমূল প্রার্থী আইনুল হকের সমর্থনে কর্মীসভা করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।কর্মীসভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব তৃণমূলের সভাপতি কুন্তল রায়, প্রার্থী আইনুল হক,ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির প্রার্থী মহম্মদ বসির সহ দলীয় নেতা কর্মীরা।
এদিন ফাঁসিদেওয়ার চটহাটে কর্মীদের সঙ্গে মিছিল করার পাশাপাশি তৃণমূল প্রার্থী আইনুল হককে বিপুল ভোটে বিজয়ী করতে দলীয় কর্মীদের একজোট হয়ে কাজ করার বার্তা দেন গৌতম দেব।বলেন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দল।তার পবিত্র পতাকা ও তার ছবি নিয়ে নির্বাচনে নামতে আবেদন করেছি।
