বাগডোগরা, ১২ জানুয়ারিঃ হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লিতে মৃত্যু হয়েছে পাহাড়ের গায়ক প্রশান্ত তামাংয়ের।আজ কফিনবন্দী দেহ ফিরল বাগডোগরা বিমানবন্দরে।কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা।
ইন্ডিয়ান আইডল সিজন ৩ সেরার শিরোপা জিতে মন জয় করছিলেন প্রশান্ত তামাং।তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পাহাড়ের মানুষ। এদিন প্রশান্ত তামাংকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিমানবন্দরে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, দার্জিলিং এর বিধায়ক নীরজ জিম্বা।
গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রশান্ত তামাং এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে পাহাড়। হিন্দির মত নেপালী ভাষায় বহু গান গেয়েছেন প্রশান্ত। একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।
প্রশান্ত তামাং এর মৃত্যু দেশ, রাজ্য তথা পাহাড়ের জন্য বিশাল ক্ষতি।তার গানের জেরেই একসময় একজোট হয়েছিল গোর্খা জাতি এমনটাই জানান সাংসদ রাজু বিস্ত।
