শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ শ্রমিক নিয়োগের দাবিতে স্থল বন্দর গুড়িয়ে দেওয়া, হামলা। কোনওভাবেই শাসক দল একাজ মেনে নেয়নি। যেকারণে রাজ্য সরকারের নির্দেশ মতোই প্রসেনজিৎকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ। আজ বিকেলেই এনজেপি থানার পুলিশের একটি দল গজলডোবা হয়ে মালবাজারের দিকে যায়। পুলিশ সূত্রে খবর, সেদিক দিয়ে অসমের দিকে পালিয়ে গিয়েছে প্রসেনজিৎ। যদিও মালবাজারের কাছে তার কয়েকজন সঙ্গীকে ধরে ফেলেছে পুলিশ। রাতেই তাদের শিলিগুড়ি নিয়ে আসা হবে৷ আজ এনজেপি থেকেও ৩ জনকে ধরা হয়।
প্রসেনজিৎ গ্রেফতার হওয়া সময়ের অপেক্ষামাত্র-এমনটাই বলছেন পুলিশ আধিকারিকেরা। আজ দুপুর অবধিও এনজেপিতে ছিল প্রসেনজিৎ রায়। তারপরই গা ঢাকা দেয়। তার সন্ধানে এনজেপিতে তার বাড়ি, ইস্টার্ন বাইপাস, শান্তিনগর এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। এরপরই সে ডুয়ার্সের দিকে গিয়েছে শুনে পুলিশের তরফে সমস্ত থানাকে সতর্ক করে তাকে ধরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আইএনটিটিইউসি জেলা সভাপতি অরূপ রতন ঘোষ বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মন্ত্রী গৌতম দেব ফিরলেই দল আলোচনায় বসে যথাযথ ব্যবস্থা নেবে।