আালিপুরদুয়ার, ১৩ জুনঃ আলিপুরদুয়ার জেলা বামফ্রন্টের প্রার্থী তালিকায় নাম রয়েছে তার।তবে সেই প্রার্থীই বললেন তিনি নাকি বামফ্রন্টে নেই।এই ঘটনার পরই তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হাইজ্যাকের অভিযোগ তুললেন বামফ্রন্ট।পাল্টা অভিযোগ তৃণমূলেরও।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া মাদারীহাট ব্লকের জেলা পরিষদের ১৭ নম্বর আসনের আরএসপি প্রার্থী হিসেবে শশী সোনোয়ারের নাম ঘোষণা করা হয়েছে।নাম ঘোষণা হতেই শুরু হয় গন্ডগোল।তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হাইজ্যাকের অভিযোগ তুললো বামফ্রন্ট, অন্যদিকে কিভাবে তৃণমূলের সমর্থককে প্রার্থী করলো বামফ্রন্ট? পাল্টা অভিযোগ তৃণমূলের।
এই বিষয়ে জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, শশী সোনোয়ার আমাদের দলের সমর্থক।রবিবারই শশী সোনোয়ার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।আমাদের দলের লোককে বামফ্রন্ট কিভাবে প্রার্থী করলো তা আমরা জানি না।তবে তিনি আমাদের দলেই রয়েছেন।
অন্যদিকে জেলা বামফ্রন্টের আহ্বায়ক কিশোর দাস বলেন, শশি সোনোয়ার আরএসপি প্রার্থী হবেন, সেকথা এলাকায় প্রচার হতেই রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস তাকে ভয় দেখিয়ে তাদের দলের পতাকা হাতে ধরিয়ে দিয়েছে।আমরা শশীকে প্রার্থী করছি না।তৃণমূল কংগ্রেস অন্যদলের প্রার্থীদের এভাবেই হাইজ্যাক করতে শুরু করেছে।
এই বিষয়ে শশী সোনোয়ার বলেন, আরএসপি প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে তা একেবারে ভুল।আমি অনেকদিন থেকেই দিদির নেতৃত্বে কাজ করছি।আমাকে কেউ জোর করেনি, আমি নিজের ইচ্ছেতেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছি।