শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে আগের রায় খারিজ হতেই শিলিগুড়িতে আবির খেলে আনন্দে ভাসলেন প্রাথমিক শিক্ষকরা।
বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগের রায় বাতিল করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বৈধ বলে ঘোষণা করে।
এর আগে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২৩ সালে নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন এবং নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন।সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা যায় ডিভিশন বেঞ্চে।দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ রায় ঘোষণা হয়।
রায় ঘোষণা হতেই শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জড়ো হয়ে আনন্দে ভাসেন শিক্ষক শিক্ষিকারা।আবির খেলে ও মিষ্টি মুখ করে উল্লাসে মাতেন তারা।
