শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ শিলিগুড়িতে মাদকের টাকার জন্য বিবাদের জেরে প্রেমিককে চাকু দিয়ে হামলা।ঘটনায় গ্রেফতার প্রেমিকা।
জানা গিয়েছে, দেবীডাঙ্গা এলাকার বাসিন্দা মনোজ শ্রীবাস্তব মাদকাসক্ত।এদিকে অভিযুক্ত মহিলার স্বামীর মৃত্যুর পর মনোজ শ্রীবাস্তবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়।তবে মনোজ মাদকাসক্ত থাকায় তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়।মনোজ প্রতিদিন তার প্রেমিকার কাছ থেকে নেশার জন্য টাকা দাবি করত।মহিলা এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে চেয়েছিল।কিন্তু মনোজ তাকে ছেড়ে দিতে রাজি হননি।
এরই মধ্যে মনোজ শ্রীবাস্তব গতকাল তার প্রেমিকার বাড়িতে গিয়ে ফের টাকার দাবি করে। এই নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, মনোজ তার প্রেমিকাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।সেইসময় রান্নাঘরের ছুরি দিয়ে মনোজকে আক্রমণ করে মহিলা। ঘটনায় গুরুতর আহত হয় মনোজ।খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়, সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পরই অভিযুক্ত প্রেমিকাকে গ্রেফতার করে পুলিশ।ধৃত মহিলাকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
