ইসলামপুর, ১ মার্চঃ প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লাধি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত প্রেমিক যুগলের বাড়ি গোয়ালপোখর থানার পটুয়া এলাকায়।মৃত দুজনের নাম মহম্মদ হারুন ও নুরসেদি।আজ সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় একটি গাছে একই দড়িতে ওই প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত দুজনেরই পরিবারের সদস্যরা।কান্নায় ভেঙে পড়েন তারা।খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার পুলিশকে।মৃতদেহদুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠায় পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।