শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ বাংলায় থেকে রোজগার করতে হলে বাংলা ভাষায় সড়গড় হতে হবে। মালদায় প্রশাসনিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতেই শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করল বঙ্গভঙ্গ প্রতিরোধ মঞ্চের সদস্যরা।
এদিন বঙ্গভঙ্গ প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক সঞ্জীব চক্রবর্তী বলেন, বাংলায় কাজ নেই তা নয়! তবে বাংলার মানুষের কাজ নেই। যারা বাংলার আদি বাসিন্দা তারা কাজ পাচ্ছেন না, ভিন রাজ্য থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় কাজ করছে। তার প্রধান কারণ বাংলায় যারা কাজ করছেন তাদের মনে হচ্ছে বাংলা জানার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গে ৮৬ শতাংশ মানুষ বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তারপরেও সরকারি-বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে তারা বাংলা আদৌ জানেন কিনা সেটাও দেখা হয়না। তাদের দাবী বাংলায় থেকে রোজগার করতে হলে বাংলাভাষায় সড়গড় হতে হবে।