শিলিগুড়ি, ৩১ মেঃ পানীয় জলের সমস্যা দূর করতে তৎপর পুরনিগম।পুরনিগমে সাংবাদিক বৈঠক করলেন মেয়র গৌতম দেব।
আগামী ২ জুন অবধি পুরনিগম এলাকায় সরবরাহকারী পানীয় জল পান করা নিষেধ।এই ঘোষণার পর থেকেই শহরজুড়ে পানীয় জলের সমস্যা।শহরবাসীর মধ্যে পানীয় জল নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।সমস্যা সমাধানে কোথাও জলের ট্যাঙ্কার এবং কোথাও জলের পাউচ দেওয়া হচ্ছে পুরনিগমের তরফে।
এছাড়াও প্রতিদিন সকাল থেকে পুরনিগমের পানীয় জলের ট্যাঙ্ক শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডে গিয়ে গিয়ে পানীয় জল সরবরাহ করছে।বাসিন্দারা ঠিকভাবে জল পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে আজ সকালে বিভিন্ন ওয়ার্ডে যান মেয়র গৌতম দেব।
পরবর্তীতে পুরনিগমে সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব।তিনি বলেন, শুক্রবার বিকেল অবধি ৪৭টি ওয়ার্ডে ৭৫টি পানীয় জলের ট্যাং দিয়ে জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও আজ রাতের মধ্যে ২-৩ লক্ষ জলের পাউচ বিতরণ করা হবে।