শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ গুলমা চা বাগানে খুনের ঘটনা নিয়ে আজ প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠক করলেন ডিসিপি কুনওয়ার ভূষণ সিং এবং এসিপি চিন্ময় মিত্তল।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধাননগর থানার অন্তর্গত মিলন মোড় সংলগ্ন গুলমা চা বাগানের ৭ নম্বর সেকশনের বাঁশবাড়ি এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
এই ঘটনায় গতকাল রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।ধৃতের নাম গণেশ বরাইক।সে গুলমা চা বাগানের নীচলাইন এলাকার বাসিন্দা।মৃতের পরিচয় জানতে পারে পুলিশ।মৃতের নাম সুজান হালদার।সে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বাসিন্দা ছিল।ধৃতকে আজ আদালতে পেশ করে ৫ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।
আজ গোটা ঘটনা নিয়ে থানায় সাংবাদিক বৈঠক করেন ডিসিপি কুনওয়ার ভূষণ সিং এবং এসিপি চিন্ময় মিত্তল।ডিসিপি কুনওয়ার ভূষণ সিং বলেন, সুজান হালদার ছাগল চুরি করতে এলাকায় যায়।এরপরই সুজান ও গণেশের মধ্যে বিবাদ হয়।সেইসময় গণেশ ওই ব্যক্তিকে পাথর দিয়ে আঘাত করে।এরফলে তার মৃত্যু হয়।
এসিপি চিন্ময় মিত্তল বলেন, গণেশ বরাইক এর বিরুদ্ধে ৩০২ ধারা অনুযায়ী খুনের মামলা দায়ের করা হয়েছে।পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।