শিলিগুড়ি,১৪ এপ্রিলঃ সোশ্যাল মিডিয়ায় নাবালিকা প্রেমিকার অশালীন ছবি ভাইরাল করার হুমকি।ঘটনায় গ্রেফতার ৩।অভিযুক্তদের নাম রাজিবুল শা,মনজয় আলম ও জয়নুল আলি।এরা তিনজনই উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, শিলিগুড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে ওই নাবালিকার সঙ্গে রাজিবুল শা এর পরিচয় হয়।এরপরই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।কিছুদিন পরে দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে।অভিযোগ,এরপরই নাবালিকা প্রেমিকার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিত রাজিবুল।এছাড়াও নাবালিকার মা-বাবা সহ পরিবারের বেশকিছু সদস্যদের মোবাইল ফোনে নাবালিকার অশালীন ছবি এবং ভিডিও পাঠায় রাজিবুল শা।এই ছবি ও ভিডিওগুলিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকিও দেয় রাজিবুল।এরপরই নাবালিকার পরিবারের তরফে গত ১১ এপ্রিল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে বুধবার রাতে নর্থ সিকিম থেকে এই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।বৃহস্পতিবার অভিযুক্তদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
