মেটেলি,১১ জানুয়ারিঃ তপশিলি উপজাতির জাতিগত শংসাপত্র প্রদান সহ যাবতীয় সরকারি সুযোগ সুবিধার দাবি জানালো মির্ধা সমাজ।সোমবার মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ৪ নম্বর লাইনে তরাই ডুয়ার্সের বিভিন্ন এলাকার মির্ধা জনজাতির জনগণ একটি সভা করেন।সভায় বিভিন্ন দাবির কথা তুলে ধরেন তারা।
তারা বলেন, মির্ধা সম্প্রদায়ের জনগণ আদিবাসী জনজাতির হলেও তাদের তপশিলি জাতির শংসাপত্র দেওয়া হয়।আদিবাসী জনজাতির হয়েও তারা তপশিলি উপজাতির শংসাপত্র ও সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না।
মির্ধা সমাজের সম্পাদক রাম মির্ধা বলেন,আমরা আদিবাসী সম্প্রদায়ের হলেও আমাদের এস টি শংসাপত্র দেওয়া হয় না।আমরা চাই আমাদের এস টি শংসাপত্র প্রদান সহ যাবতীয় সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হোক।