ময়নাগুড়ি, ৬ ডিসেম্বরঃ ফের পৃথক রাজ্যের দাবিতে উত্তরবঙ্গ জুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি কামতাপুর পিপলস পার্টির। মঙ্গলবার জলপাইগুড়ির ময়নাগুড়ি স্টেশনে ‘রেল রোকো’কর্মসূচি নিয়ে সকাল থেকেই সরব ছিলেন আন্দোলনকারীরা।রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা, যার ফলে সেখানেই দাঁড়িয়ে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেশনে স্টেশনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।রেল রোকো আন্দোলনের জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।ফলে অসুবিধেয় পড়েন যাত্রীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার কামতাপুর পিপলস পার্টির আন্দোলনের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে প্যাসেঞ্জার ট্রেন এবং মালগাড়ি। সকাল থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। এর আগেও একাধিক বার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণা করার দাবিতে আন্দোলনে সরব হয়েছিল কামতাপুর পিপল্স পার্টি। যদিও বেশ কিছুক্ষণ আন্দোলন তুলে নেন আন্দোলনকারীরা।