শিলিগুড়ি,৬ মেঃ খুলে যাক ডাক্তারদের প্রাইভেট চেম্বার, এমনটাই চাইছে শিলিগুড়িবাসী। লকডাউনের পর থেকেই বন্ধ রয়েছে ডাক্তারদের প্রাইভেট চেম্বার। তাই সরকারী হাসপাতালগুলিই সকলের ভরসা। তবে সরকারী হাসপাতালগুলিতে সারাদিন বিভিন্ন ধরণের রোগীর আনাগোনা রয়েছে।এছাড়াও সামান্য জ্বর, মাথাব্যাথার জন্য ডাক্তার দেখাতে গেলেও পাঠিয়ে দেওয়া হচ্ছে মেডিক্যালে।তাই ভয়েই প্রচুর মানুষ হাসপাতালে ডাক্তারের কাছে যেতে চাইছেন না।
এছাড়াও লকডাউনের মধ্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে আসাও সবসময় সম্ভব হচ্ছে না। তাই সাধারন মানুষ চাইছে প্রাইভেট ডাক্তারেরা তাদের চেম্বার আবার শুরু করুক, তবে অবশ্যই সমস্ত নিয়ম মেনে।
দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকারও জানান, সকল ডাক্তার যাদের প্রাইভেট চেম্বার রয়েছে তারা আবার চেম্বারে রোগী দেখা শুরু করুক।সরকারি নির্দেশ অনুযায়ী তারা দিনের নির্দিষ্ট একটি সময়ে অল্প কিছু রোগীর চিকিৎসা করুক।করোনা ভাইরাসের আতঙ্ক সকলের মধ্যেই রয়েছে তবে শরীরের সামান্য অসুস্থতার জন্য হাসপাতাল বা মেডিক্যালে যেতে নারাজ অনেকেই।