শিলিগুড়ি, ৩ এপ্রিলঃ ৮০ বছর ও তার বেশী বয়সী নাগরিকদের পেনশনের টাকা বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করল পশ্চিমবঙ্গ ডাক বিভাগ।দেশবন্ধু পাড়া পোস্ট অফিসের মাধ্যমে আজ ৩৫ জন প্রবীণ নাগরিকের পেনশন বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এদিন ভক্তিনগর, বাবুপাড়া, ভারত নগর এবং দেশবন্ধুপাড়ার পেনশনপ্রাপ্তদের আজ বাড়িতেই পেনশন পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনা রুখতে দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে ৮০ বছর বয়সী নাগরিকদের পেনশন বাড়িতে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।