শিলিগুড়ি, ১৯ অক্টোবরঃ প্রবল বৃষ্টির জেরে জমলো না লক্ষ্মীপুজোর বাজার।ক্ষতির মুখে ব্যবসায়ীরা।সোমবার সন্ধ্যা থেকে শিলিগুড়ি সহ নানা জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে।তার জেরে পণ্ড লক্ষ্মীর পুজোর বাজার।
শিলিগুড়ির থানামোড়, হাসপাতাল মোড়, বিধান রোড, সুভাষপল্লী সহ নানা বাজারে প্রতিবার লক্ষ্মীপুজোর বাজার সারতে ভিড় করেন প্রচুর মানুষ।কিন্তু একটানা বৃষ্টিতে সকাল থেকে ক্রেতার দেখা নেই বলে দাবি ব্যবসায়ীরা।প্রবল বৃষ্টিতে সবথেকে বেশী সমস্যায় পড়তে হয়েছে মৃৎ শিল্পীদের।বহু প্রতিমার দোকানে সকাল থেকে ক্রেতার দেখা নেই।আবার বৃষ্টিতে বেশকিছু প্রতিমাও ভিজে গিয়েছে।যার জেরে মাথায় হাত পড়েছে সকলের।
অন্যদিকে বিধান রোডে অন্যান্যবার ভিড় থাকলেও এবার অনেকটাই শুনশান।বৃষ্টির জন্য বসেনি মুড়ি, মুড়কির দোকানও।এভাবে বৃষ্টি চলতে থাকতে এবার আরও যে লক্ষ্মীলাভ হবেনা তা নিয়ে চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।