রাজগঞ্জ, ২১ অক্টোবরঃ কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ভেঙে গেল বাঁশের সাঁকো।যাতায়াতের সমস্যায় রাজগঞ্জের শিমূলগুড়ির বাসিন্দারা।
জানা গিয়েছে, রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের শিমূলগুড়ি এলাকায় নিম নদীতে সেতুর দাবি দীর্ঘদিনের।যাবতীয় কাজে শিমূলগুড়ি ১ ও শিমূলগুড়ি ২ গ্রামের বাসিন্দাদের নিম নদী পেরিয়ে যাতায়াত করতে হয়।এছাড়া ওপারের ভোটপাড়া, চাকিয়াভিটা, ছাট মৌলানিগছ গ্রামের বাসিন্দাদের বিভিন্ন প্রয়োজনে শিমূলগুড়িতে যেতে হয়।
বাসিন্দাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত বা প্রশাসন থেকে বাঁশের সাঁকো করে দেওয়া হয় না।কয়েক দশক থেকে গ্রামবাসীরা নিজেরাই সাঁকো তৈরি করে যাতায়াত করছেন।পাকা সেতু করার জন্য প্রশাসনিক বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।তারপরও সেতু করা হয়নি।সেতু না থাকায় এক কিলোমিটার দূরে আমবাড়ি বাজারে যেতে প্রায় ১০ কিলোমিটার রাস্তা ঘুর পথে যেতে হয়।প্রতিদিন প্রায় দুহাজার মানুষকে এভাবে সমস্যায় পড়তে হচ্ছে।
কয়েকদিন আগে এলাকার বাসিন্দারা চাঁদা দিয়ে প্রায় ৩০ হাজার টাকা খরচা করে বাঁশের সাঁকো তৈরি করেছিলেন।সেই সাঁকো ভেসে গিয়েছে।তাই বাসিন্দারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন।