প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, নিমেষে ধসে গেল পাহাড়ি রাস্তা

সিকিম,১৬ জুনঃ প্রবল বৃষ্টি সিকিমে। যার জেরে ভয়ানক অবস্থা। নিমেষে ধসে গেল পাহাড়ি রাস্তা। এমনকি রাস্তাগুলিতেও পাহাড়ি ঝর্ণা বেয়ে যেভাবে জল পড়ছে তাতে যাতায়াত করা বিপজ্জনক হয়ে পড়েছে। ঘুরতে গিয়ে সেখানে আটকে পড়েছেন প্রায় দুই হাজার পর্যটক।


বৃহস্পতিবার রাতে সিকিমের চুংথাংয়ের কাছে পেগংয়ে বিশাল ধস নামে। এর জেরে ধসে যায় রাস্তা। লাচুং, লাচেন ও ইয়ুমথাংয়ের সঙ্গে সিকিমের অন্যান্য এলাকার যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে।

জানা গিয়েছে এই ট্যুরিস্ট স্পটগুলিতে প্রায় দুই হাজার পর্যটক আটকে রয়েছেন। জাতীয় সড়ক থেকে ধস সরিয়ে যাতায়াত স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে। শুক্রবার নর্থ সিকিমে যাওয়ার জন্য পর্যটকদের পারমিট দেওয়া হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişbaywin girişmatadorbet giriş