রাজগঞ্জ, ২২ এপ্রিলঃ ব্যাপক ঝড়ে ক্ষয়ক্ষতি রাজগঞ্জ ব্লক জুড়ে।উপড়ে পড়েছে গাছপালা।বিদ্যুতের খুঁটি ভেঙ্গে এবং তার ছিড়ে যাওয়ায় বেশকিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঝড় শুরু হয়।ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের ফলে ব্লক জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।ভুটকিহাট,ফুলবাড়ি, মাঝিয়ালি, সন্ন্যাসীকাটা, পানিকৌরি, সুখানি গ্রাম পঞ্চায়েত এলাকা সহ ব্লকের বিভিন্ন স্থানে প্রচুর গাছ ভেঙে গিয়েছে।গাছ ভেঙে পড়ায় কয়েকটি ঘরও ভেঙে পড়ে, ক্ষতি হয়েছে চাষের জমিতেও।কয়েকটি জায়গায় বিদ্যুতের খুঁটি হেলে গিয়েছে ও তার ছিড়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।যদিও ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য ময়দানে নেমে পড়েছেন।
এই বিষয়ে হরেকৃষ্ণ নন্দী নামে স্থানীয় এক বাসিন্দা জানান,দিনের বেলায় রাতের মতো অন্ধকার হয়ে যায়। বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি, তার ছিড়ে পড়ে রয়েছে। এইরকম ঝড় আগে কোনোদিন দেখিনি।একপ্রকার আতঙ্কে ছিলাম আমরা।