শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ ভোটের আগে শেষ রবিবার।সকাল থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার সারলেন গৌতম দেব।
এদিন সকালে ৩৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়েও প্রচার সারেন গৌতম দেব।দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এদিন প্রচারে বের হন তিনি।৩৩ নম্বর ওয়ার্ডের পাশাপাশি দুপুরে ৬ নম্বর ওয়ার্ডেও যান।সেখানে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন গৌতম দেব।
এদিন প্রচারে ব্যস্ত গৌতম দেব জানান, সমস্ত ওয়ার্ডে যাচ্ছি।মানুষের সঙ্গে দেখা করছি।খুব ভালো সাড়া পাচ্ছি।এবার পুরনিগমে তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে।সিপিএম ৩-৪ টি আসন পাবে।অশোক ভট্টাচার্যও হারতে চলেছে।