শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবার।শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে প্রচারে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। ‘দিদির দূত’ এর প্রচারে এদিন পোকাইজোত সংলগ্ন এলাকায় যান রঞ্জন সরকার।
সেখানে বাড়ি বাড়িতে গিয়ে প্রচার সারেন।অন্যদিকে সেখানকার নানা অভাব-অভিযোগের কথা তুলে ধরেন এলাকাবাসীরা।মূলত রাস্তার সমস্যা নিয়ে সরব হন বাসিন্দারা।
বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে তারা ওই এলাকায় রয়েছেন।কিন্তু সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় রাস্তায়।এমনকি বৃষ্টির জল রাস্তায় উঠে আসে।এদিন বাসিন্দাদের অভিযোগের কথা শোনেন রঞ্জন বাবু।তবে সেসব নিয়ে বামেদের দিকেই অভিযোগের আঙুল তোলেন।তাঁর দাবি, দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে বাম কাউন্সিলর থাকলেও কাজ হয়নি।