শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরনিগম নির্বাচন।ইতিমধ্যেই শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সমস্ত রাজনৈতিক দল।শুরু হয়েছে নির্বাচনী প্রচার।নিজের ওয়ার্ডে মানুষের দোরগোড়ায় গিয়ে প্রচার শুরু করেছেন প্রার্থীরা।
শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন রঞ্জন সরকার।শুক্রবার সকালে ওয়ার্ডের দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন।এরপর শুরু করেন প্রথম ধাপের নির্বাচনী প্রচার।মানুষের দোরগোড়ায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করেন তিনি।শোনেন বাসিন্দাদের অভাব অভিযোগ।ক্ষমতায় এসে তা সমাধানেরও আশ্বাস দেন তিনি।
এদিন রঞ্জন সরকার বলেন, প্রায় ৪০ বছর ধরে নাগরিক পরিষেবা পায়নি সাধারন মানুষ।আমরা গত ৭ মাসে চেষ্টা করেছি শিলিগুড়িকে নিয়ে একটা নতুন পরিকল্পনা করার।পরিকল্পনা গুলো করে এসেছি, বাস্তবায়নের কাজ আগামী পাঁচ বছর ধরে রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে করা হবে।এই ওয়ার্ডের মূল সমস্যা পানীয় জলের, তা সমাধানের আশ্বাসও দেন তিনি।