প্রচারে বেরিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা অশোক ভট্টাচার্যের

শিলিগুড়ি,৯ এপ্রিলঃ শুক্রবার সাতসকালে ১৬ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে গিয়েছিলেন শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চার বামপ্রার্থী অশোক ভট্টাচার্য।ওয়ার্ড কো-অর্ডিনেটর সুজয় ঘটককে নিয়ে এদিন প্রচার সারছিলেন অশোক ভট্টাচার্য।সেইসময় দেখা হয় তৃণমূল নেত্রী শান্তা ছেত্রীর সঙ্গে।দুজনই একে অপরকে দেখে কথা বললেন ও সৌজন্য বিনময়ও করলেন।


শান্তা ছেত্রী বলেন, আজ অশোক বাবুর সঙ্গে দেখা হল।কথা বললাম।ব্যক্তি হিসেবে উনি একজন ভালো মানুষ।উনি কাজ করেছেন,তবে আমরা তার চেয়েও বেশি কাজ করেছি।এবারের নির্বাচনেও তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে।পুনরায় মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি।

অন্যদিকে অশোক বাবু বলেন, জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছি।মানুষের ব্যপক সাড়া পাচ্ছি।মানুষ আর বিজেপি,তৃণমূলকে চাইছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *