শিলিগুড়ি, ১৩ মেঃ চরম গরমে নাজেহাল সকলে। সকাল থেকে টানা রোদে রাস্তায় নেমে ডিউটি করতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। সেই পুলিশ কর্মীদের জন্য এবার করা হল বিশেষ ব্যবস্থা।
গরমে যাতে ট্রাফিক পুলিশ কর্মীদের কোনও অসুবিধা না হয় সেজন্য শনিবার সানস্ক্রিম, সানগ্লাস, গ্লুকোজ ও ওআরএস দেওয়া হয়। এদিন জংশন ট্রাফিক গার্ডের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী, ডিসিপি ট্রাফিক ও অন্যান্য পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন।
এদিন ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে সানস্ক্রিম, সানগ্লাস, গ্লুকোজ তুলে দেন পুলিশ কমিশনার।অন্যদিকে বিভিন্ন ট্রাফিক গার্ডে ফ্রিজ দেওয়া হয়েছে। যাতে করে পথচলতি লোকজন ও গাড়ি চালকেরা সেখান থেকে জল পান করতে পারেন।
