শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবীন্দ্রনগরে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও শিলিগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, শিলিগুড়ির রবীন্দ্রনগরে নারায়ণ চন্দ্র সাহার বাড়িতে মজুত রয়েছে নিষিদ্ধ বাজি।গোপন সূত্রে এই খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় শিলিগুড়ি থানা এবং স্পেশাল অপারেশন গ্রুপ।উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি।
উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে।ঘটনায় বাড়ির মালিক নারায়ণ চন্দ্র সাহাকে আটক করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।