শিলিগুড়ি,৪ মার্চঃ দিল্লীর ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক ও সাংবাদিক পরিচয় দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে হুমকি।শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের ঘটনা।ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুনমুন লাহিড়ী জানান, গত কয়েকদিন ধরে ২০১৭ সালে ড্রপ আউট হয়ে যাওয়া এক ছাত্রীকে পুনরায় ভর্তি নেওয়ার জন্য দিল্লির ক্রাইম ব্রাঞ্চ আধিকারিকের পরিচয় দিয়ে তাকে হুমকি দিচ্ছিল দেশবন্ধু পাড়ার রাধারমণ রায় নামে এক যুবক। বুধবার ওই যুবক বিদ্যালয়ে এসে তাকে ওই ছাত্রীর ভর্তির আবেদন করে।অভিযোগ, ভর্তি না নিলে প্রথমে নিজেকে দিল্লীর ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক এবং পরে সাংবাদিকের পরিচয় দিয়ে তাকে হুমকি দেয় ওই যুবক।
এরপরই মুনমুন লাহিড়ী বিষয়টি বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি গৌতম দেবকে জানান।এরপরই তড়িঘড়ি শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়।শিলিগুড়ি থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে।
অন্যদিকে এই বিষয়ে অভিযুক্ত রাধারমণ রায় বলেন, ২১০০ টাকার বিনিময়ে দিল্লী থেকে একটি সাংবাদিকতার আইডেন্টি কার্ড কেনেন তিনি।তিনি আরও বলেন সমাজ সেবা করার জন্যই কার্ডটি তিনি বানিয়েছেন।সেই কারণে ওই ছাত্রীকে নিয়ে ভর্তি করাতে বিদ্যালয়ে এসেছিলেন।