শিলিগুড়ি, ১১ সেপ্টেম্বরঃ পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য ছাত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা চাইছেন এক অধ্যাপক। সেই অডিও ক্লিপ বৃহস্পতিবার শিলিগুড়ি টাইমসে সম্প্রচারিত হতেই শোরগোল শিলিগুড়ি শহরজুড়ে। তবে তার সত্যতা বিচার করেনি শিলিগুড়ি টাইমস
কে এই অধ্যাপক? কোন কলেজে পড়ান তিনি? তা নিয়ে শহরজুড়ে জল্পনা।
কার কন্ঠস্বর সেটি? সেই উত্তর জানতে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন অনেকের কাছেই। শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ। তার প্রতিক্রিয়া জানতেও আমরা গিয়েছিলাম। কী বললেন তিনি? জানালেন সেই অডিও শুনে মনে হচ্ছে কন্ঠস্বর তাদের কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালের। এদিকে ইতিমধ্যেই ওই ছাত্রী অভিযোগ জানিয়েছেন কলেজে। পরিচালন সমিতির বৈঠকও ডাকা হয়েছে। শনিবার বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে স্মারকলিপি জমা দেবেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। অন্যদিকে শিলিগুড়ি কলেজে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তবে যে অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালের বিরুদ্ধে অভিযোগ তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত নই। সকলে অনুমান করছেন যে আমার কন্ঠস্বর। আমার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই।
Amon ghotona kamyo noi… Ghotona sottyo r mithya jai hok… Ghotona birol Tomo thake birol Tomo o marattok. Deser man nimnomukhir porichoi inggit