শিলিগুড়ি,১ ডিসেম্বরঃ বঞ্চনার কথা অস্বীকার পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর। রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি অশোক ভট্টাচার্যের।
সোমবার গান্ধী মূর্তির উদ্বোধনে শিলিগুড়ি আসেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে সোমবার জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেন মন্ত্রী।এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শিলিগুড়ির প্রতি বঞ্চনার কথা অস্বীকার করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।তবে শিলিগুড়ির প্রতি বঞ্চনা যে রাজ্যের ক্ষতি সেটাও তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছিলেন।
এদিকে মন্ত্রীর কথায় একদিকে যেমন অশোক ভট্টাচার্য সমর্থন করেছেন, তেমনি তার বঞ্চনার কথা অস্বীকারে তিব্র বিরোধিতায় মুখর হন অশোক ভট্টাচার্য। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি জানান,বাম বোর্ড ক্ষমতায় থাকাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে আর্থিক বঞ্চনার শিকার হয়েছে এই বোর্ড।তিনি দাবি করেন, যদি শিলিগুড়ির প্রতি বঞ্চনা না হয়ে থাকে তাহলে রাজ্য সরকার অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করে জানাক৷