ফাঁসিদেওয়া, ২৫ মার্চঃ রাতের অন্ধকার নয় এবার প্রকাশ্য দিবালোকে বালি পাচার।পুলিশ পৌঁছাতেই পালিয়ে গেল পাচারকারীরা।
প্রসঙ্গত, গত মাসে বালি তুলতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছিল মাটিগাড়ার বালাসনে।অন্যদিকে বালি পাচার রুখতে গিয়ে পুলিশের গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।
এরই মধ্যে শনিবার ফাঁসিদেওয়া ব্লকের ভুরিয়াখালি এলাকায় মহানন্দা নদী থেকে প্রকাশ্যে বালি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।নদী থেকে বালি চুরি হচ্ছে জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।অভিযোগ, উত্তর দিনাজপুর জেলার বালি মাফিয়ারা ঢুকছে দার্জিলিং জেলায়।দুই জেলার মাঝ বরাবর বয়ে যাওয়া মহানন্দা নদী থেকে দিনদুপুরে অবাধে চলছে বালি চুরি।এরফলে নদী সংলগ্ন এলাকায় জমি নষ্ট হচ্ছে।শুকিয়ে যাচ্ছে জল। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এর আগে স্থানীয়দের ওপর চড়াও হয়েছিল বালি মাফিয়ারা।দার্জিলিং জেলা পুলিশ ঘাট এলাকায় নজরদারি রাখলেও উত্তর দিনাজপুরের পুলিশকে ঘাটে দেখা যায় না বলে অভিযোগ বাসিন্দাদের।
শনিবারও বালি পাচার হচ্ছিল।এই খবর পেয়ে দার্জিলিং জেলা পুলিশের বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় পাচারকারীরা।
