কালচিনি, ৮ নভেম্বরঃ প্রকাশ্যে স্ত্রীকে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে হাসিমারার আমতলা এলাকায় বাবলু জয়সওয়ালের সঙ্গে তার স্ত্রী বিন্দু প্রসাদ জয়সওয়ালের বচসা বাঁধে।এরপরই বাবলু তার স্ত্রীকে এলোপাথাড়ি চাকু মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ঘটনার পর পুলিশকে খবর দেন স্থানীয়রা।খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত বাবলু জয়সওয়ালকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, খুন করার পর বাবলু সেই এলাকায় ঘুরছিল।তার পোশাকে রক্তের দাগ দেখে পুলিশের সন্দেহ হয়, এরপর জেরা করতেই খুনের অভিযোগ স্বীকার করে নেয় সে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
