শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন। এছাড়াও সাধারণ শিশুদের জন্যও এবার প্রকৃতি পাঠ শিবির করতে চলেছে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। কালিম্পংয়ের সামসিংয়ে শিবির হবে।
মঙ্গলবার শিলিগুড়িতে ন্যাফের অফিসে সাংবাদিক বৈঠক করেন কর্মকর্তারা।জানান, আগামী ১৮-২৩ ডিসেম্বর সামসিংয়ে বিশেষ চাহিদাসম্পন্নদের শিশুদের জন্য প্রকৃতি পাঠ শিবির হবে। ২৫-৩০ ডিসেম্বর অবধি সাধারণ শিশুদের জন্যও শিবির হবে সেখানে। ক্যাম্প বানানো, গাছ চেনানো ছাড়াও বিভিন্ন বিষয় হাতে কলমে শেখানো হবে এই শিবিরে।